নিজস্ব প্রতিনিধি
জনতার বাণী,
চট্টগ্রাম: চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী
থানাধীন বাংলাবাজার এলাকায় একটি মাজারে
ঢুকে দুই ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে
দুর্বৃত্তরা।
শুক্রবার দুপুর দুইটার দিকে ওই এলাকার ‘লেংটা মামুর
মাজারে’ এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রহমত উল্লাহ প্রকাশ ওরফে নেংটা
ফকির এবং আবদুল কাদের। এদের মধ্যে কাদের ওই
মাজারের খাদেম বলে জানা গেছে।
স্থানীয়দের বরাতে চট্টগ্রাম নগর পুলিশের
অতিরিক্ত উপকমিশনার (উত্তর) শরীফুল ইসলাম
জানান, মাজারে ঢুকে রহমত উল্লাহকে গলা কেটে
হত্যা করা হয়। আর সেটি দেখে ফেলায় কাদেরকেও
একইভাবে দুর্বৃত্তরা হত্যা করে।
মাজার থেকে তাদের উদ্ধার করে চট্টগ্রাম
মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে
চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলেও জানান তিনি।
চমেক পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া বলেন, বেলা
আড়াইটার দিকে দুজনকে হাসপাতালে আনা হলে
চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কাদের
মাজারের খাদেম ছিলেন বলে জানতে পেরেছি।
তবে কী কারণে, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে
বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেনি
পুলিশ।
