বাঘা(রাজশাহী)প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের ১৭টি কমিটি সমূহের কর্মপরিধি বিষয়ে
কর্মশালা(৩০-০৮-১৫) রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলাননায়তনে অনুষ্ঠিত
হয়েছে। উপজেলার সকল দপ্তরের অফিসার,উক্ত কমিটির সদস্য,সকল ইউপি
চেয়ারম্যান,স্কুল-কলেজের শিক্ষক ও সাংবাদিকদের নিয়ে আয়োজিত কর্মশালায়
সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মোঃ জিন্নাত আলী প্রধান অতিথি ছিলেন
আমিনুল ইসলাম পরিচালক স্থানীয় সরকার রাজশাহী বিভাগ তিনি ১৭ কমিটির কাজের
বিস্তারিত প্রজেক্টরে মাধ্যমে তুলে ধরেন,বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা
নির্বাহী অফিসার আমিনুল ইসলাম প্রত্যেক কমিটির উপর সং ক্ষিপ্ত করে আলোচনা
করেন।উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত
ছিলেন এ ডি সি এর শাহরিয়ার ফিরোজ উপজেলা গভঃ প্রজেক্ট রফিকুল ইসলাম মহিলা
ভাইস চেয়ারম্যান ফারহানা দিল আফরোজ প্রমুখ।বক্তারা উপজেলার সেবা জনগণের
দৌড়গোড়ায় পৌছাঁনোর লক্ষে সকল কমিটির সদস্যদের নিঃস্বার্থ ভাবে কাজ করার
আহবান জানান।