সাভার: সাভারের বংশী নদীতে নৌকা ভ্রমণ করতে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র তানভীর মোর্শেদের লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে ধামরাইয়ের মাখুলিয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।
এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রমণ থেকে ফেরার পথে সাভারের সিন্দুরিয়া এলাকায় নৌকা থেকে পড়ে নিখোঁজ হন তিনি।
তানভীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) এমবিএর ছাত্র। তিনি পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার বাসিন্দা আওয়ামী লীগ নেতা ও সাভার বাজার রোডের ব্যবসায়ী নূর মোহাম্মদের ছেলে।
জানা গেছে, শনিবার সকালে তানভীর বন্ধুদের সঙ্গে বংশী নদীতে নৌকা ভ্রমণে যায়। নৌকা ভ্রমণ শেষে ফেরার পথে রাতে বংশী নদীর সিন্দুরিয়া এলাকায় নৌকা থেকে পা পিছলে নদীতে পড়ে যায় তানভীর।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা শনিবার রাত থেকে তাকে উদ্ধারের চেষ্টা করে। অবশেষে পানিতে ভেসে উঠার পর লাশ উদ্ধার করা হয়।