(রাজশাহী,বাঘা প্রতিনিধি)
রাজশাহীর বাঘা উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে “সাগর নদী সকল জলে মাছ চাষে সোনা ফলে,”এই শ্লোগানে আজ মঙ্গলবার পালিত হলো জাতিয় সৎস্য সপ্তাহ ২০১৫। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে বাঘা মাজার দিঘিতে মাছের পোনা
অবমুক্তকরন ও তারপর উপজেলাঅডিটরিয়ামে আয়োজন করা হয় মাছ চাষিদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম।উপস্থিত ছিলেন উপজেলা চেয়াম্যান জিন্নাত,আলী ভাইস চেয়ারম্যান শফিউর রহমান শফি, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা রুমি প্রণীসম্পদ কর্মকর্তা
মোস্তাফিজুর রহমান মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম পরে ২০১৪ সালের সফল
মাছচাষী হিসেবে ৩ জনকে সম্মাননা পদক তুলে দেয়া হয় তারা হলেন আড়ানীর খেতাব আলী উত্তর মিলিক বাঘার বাবুল আক্তার ও বড়ছয়ঘটির আহাদ আলী। সভা পরিচালনা করেন মৎস্য সম্প্রসারন অফিসার মোঃ সলিমুল্লাহ।
আব্দুল কাদের নাহিদ