নিজস্ব প্রতিনিধি
জনতার বাণী,
ফরিদপুর: ফরিদপুরের
বোয়ালমারী উপজেলার
ময়না ইউনিয়নের হাটখোলার
চর গ্রামে রবিবার রাতে
ডাকাত সন্দেহে
এলাকাবাসীর গণপিটুনিতে
দুইজন যুবক নিহত হয়েছেন।
নিহতরা হলেন- বোয়ালমারী
উপজেলার চতর গ্রামের
শিরমান শেখের ছেলে
ফরহাদ শেখ (২৫) ও একই
গ্রামের শহীদ মেম্বারের
ছেলে মিলন (২৫)।
মিলন একজন প্রতিষ্ঠিত
ব্যবসায়ী এবং তার
বোয়ালমারীর কাদিরদী
বাজারে একটি ব্যবসা
প্রতিষ্ঠান রয়েছে বলে
তার স্বজনেরা
জানিয়েছেন।
বোয়ালমারীর স্থানীয়
সাংবাদিকেরা জানান,
পাহারা চলাকালে দুইজন ওই
এলাকায় যাচ্ছিল। এ সময়
পথিমধ্যে হাটখোলার চর
গ্রামে এলাকাবাসী
তাদের ডাকাত বলে সন্দেহ
করে।
কোনো কিছু বলার সুযোগ
না দিয়ে তাদের গণপিটুনি
শুরু হয়। এতে তারা দুজনেই
গুরুতর আহত হন।
খবর পেয়ে বোয়ালমারী
থানা পুলিশ ঘটনাস্থলে
গিয়ে তাদের উদ্ধার করে
বোয়ালমারী উপজেলা
স্বাস্থ্য কেন্দ্রে
নিয়ে যায়। সেখানে
চিকিৎসকেরা দুজনকেই মৃত
ঘোষণা করেন। দুইজনের
মরদেহ ওই হাসপাতালেই
রাখা হয়েছে।
এদিকে, এলাকাবাসীদের
মধ্য থেকে কেউ কেউ দাবি
করেছেন, নিহত দুই ব্যক্তির
বাড়ি পাশের এলাকায় চতর
গ্রামে। তারা হাটখোলার
চর গ্রামে বেড়াতে
গিয়েছিলেন।
কিন্তু ভুল বুঝে
হাটখোলার চর এলাকার
লোকজন তাদের কোনো
কিছু বলার সুযোগ না
দিয়ে গণপিটুনি দেয়। এতে
ঘটনাস্থলেই উভয়ের মৃত্যু
হয়।
লাশের চেহারা একেবারে
বিকৃত হয়ে গেছে বলে
এলাকাবাসী জানিয়েছেন।
তাছাড়া ডাকাতি করতে
কখনোই মাত্র দুজন লোক
কোনো এলাকায় ঢুকতে
পারে না বলেও অনেকে
দাবি করেছেন।
নিহতের পরিবারের পক্ষ
থেকে হত্যা মামলা
দায়েরের প্রস্তুতি চলছে
বলেও জানা গেছে।
ফরিদপুরের অতিরিক্ত
পুলিশ সুপার
কামরুজ্জামান ঘটনার
সত্যতা নিশ্চিত করে
জানান, রাতে বোয়ালমারী
উপজেলার ময়না ইউনিয়নে
হাটখোলার চর এলাকায়
সন্দেহভাজন দুই
ব্যক্তিকে আটক করে
এলাকাবাসী। পরে
গণপিটুনিতে তাদের
মৃত্যু হয়।
