নিজস্ব প্রতিনিধি
জনতার বাণী,
রাজশাহী: রাজশাহীতে
হোস্টেলে রুমের দরজা বন্ধ
করে তানহা মুকিলা নামে
এক কলেজছাত্রী গলায় ফাঁস
দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার সন্ধ্যায় মহানগরীর
হেতেম খাঁ এলাকার একটি
হোস্টেলে এ ঘটনা ঘটে।
তানহা এ বছর নিউ ডিগ্রি
কলেজ থেকে এইচএসসি
পরীক্ষা দিয়েছে। সে
বাগমারা উপজেলার
দিঘলকান্দি গ্রামের মেহের
আলীর মেয়ে। তবে তার
আত্মহত্যার কারণ জানা
যায়নি।
বোয়ালিয়া মডেল থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
শাহাদাত হোসেন খান
জানান, তানহার রুমমেট
কবিতা সন্ধ্যায় বাইরে
থেকে রুমে এসে দেখেন তার
ঘরের দরজা বন্ধ।
এসময় কবিতা অনেকক্ষণ দরজা
নক করেন। তারপরও দরজা না
খোলায় তিনি পুলিশকে খবর
দেন। পরে পুলিশ ঘটনাস্থলে
গিয়ে লাশ উদ্ধার করেন।
ওসি আরো জানান, লাশ
ময়নাতদন্তের জন্য রাজশাহী
মেডিকেল কলেজ
হাসপাতালের মর্গে
পাঠানো হয়েছে। কি
কারণে সে আত্মহত্যা করেছে
তার কারণ অনুসন্ধানের চেষ্টা
চলছে।
