ময়মনসিংহের
নান্দাইল উপজেলায় একই
পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা
করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত সোয়া ১০টার
দিকে নান্দাইলের
চন্ডিপাশা ইউনিয়নের
ভাশাতি গ্রামে এ
ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিল্লাল
মিস্ত্রি (৪০), তার ছেলে
ফরিদ (২৫), পাভেল (২৩) ও
হিমেল (
১৯)।
এ সময় বিল্লালের স্ত্রী
বানেছা বেগম গুরুতর আহত
হয়েছেন।
তাকে কিশোরগঞ্জ জেলা
হাসপাতালে ভর্তি করা
হয়েছে। তার অবস্থা গুরুতর।
ময়মনসিংহের অতিরিক্ত
জেলা পুলিশ সুপার (উত্তর)
হারুন-অর রশিদ জানান, জমি ও
পারিবারিক বিরোধের জের
ধরে বাবা ও তিন ছেলেকে
কুপিয়ে হত্যা করেছে তাদের
বাবার
চাচাতো ভাই লাল মিয়া
ডাকাত। লাল মিয়া দলবল
নিয়ে দেশিয় অস্ত্র দিয়ে এ
হত্যাকাণ্ড
ঘটিয়েছেন।
তিনি জানান, জড়িতদের
আটকের চেষ্টা চলছে। রাত
১২টার দিকে নান্দাইল মডেল
থানা
পুলিশ ঘটনাস্থলে গিয়েছে
বলেও জানান তিনি।
আবু সায়েম
ময়মনসিংহ