চারঘাট প্রতিনিধি:
রাজশাহীর চারঘাটে নারী বান্ধব বাজারের শুভ উদ্ধোধন করা হয়েছে। দেশের সবকিছু উন্নয়নে ছেলেদের সাথে পাল্লা দিয়ে নারীরাও সমান ভাবে এগিয়ে যাচ্ছে। তারাই ধারাবাহিকতাই চারঘাটে চালু হলো নারী বান্ধব বাজার।চারঘাট বাজার পরিচালনা কমিটি ও এস ডি সি-সমষ্টি প্রকল্প কেয়ার বাংলাদেশ এর আয়োজনে নারী বান্ধব বাজারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন চারঘাট পৌরসভার মেয়র জাকিরুল ইসলাম(বিকুল), মহিলা কাউন্সিলর খোদেজা বেগম, বাজার পরিচালনা কমিটির সভাপতি চাঁন মিয়া,চারঘাট উপজেলা বাজার ব্যাবসায়ী কমিটির সভাপতি মাসুদ রানাসহ বাজারের বিভিন্ন পর্যায়ের লোকজন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেয়রের নেতৃত্বে অতিথিবৃন্দরা চারঘাট বয়স্ক বিনোদন কেন্দের নির্মাতাধীন ভবন পরিদর্শন করেন।পরিদর্শন শেয়ে পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল বয়স্ক বিনোদন কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক মাসুদ রানাকে ধন্যবাদ জানিয়ে বলেন,এটা খুবই ভাল উদ্দ্যোগ।তিনি পরবর্তী সময় যেকোন প্রয়োজনে উচ্চ মহলে যোগাযোগ করে সবরকম সহযোগীতার আশ্বাস দেন।