বাগমারা প্রতিনিধিঃ
আজ ২২ ফ্রেব্রুয়ারী রাজশাহীতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধান মন্ত্রী দেশরতœ শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষে তাহেরপুর পৌর মেয়র আবুল কালামের উদ্যোগে হাট গাঙ্গোপাড়ায় আ’লীগের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকাল ৫টায় মিছিলটি হাট গাঙ্গোপাড়া দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয় এসে মিছিলটি শেষ হয়। আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলামের সভাপতিত্বে ও শুভডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি আফাজ উদ্দিনের পরিচালনায় এই প্রচার মিছিলটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা আঃ মান্নান, বাদশা, যুবলীগ নেতা আকবর আলী, মোস্তাক আহম্মেদ, মিঠু, ছাত্রলীগ নেতা মিলন, জালাল, হাবিবুর, সাহস, রেজাউল, সাফি, মেহেদি, রায়হান, সিহাব, রবিউল, প্রার্থ, আশিক, রাকিব, ফিরোজ, সজিব, নাইম, মাসুদ, শুভ সহ আ’লীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মী গণ। আজ প্রধান মন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে পরিনত করতে আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আহব্বান জানানো হয়।
