মাইনুল হাসান:
রাজশাহীতে শীতের প্রকপ । এতে জনজীবন ব্যাহত হয়ে পড়েছে । তাপমাত্রাকমে যাওয়া, সৈত্যপ্রবাহ প্রবাহিত হওয়ায় রাজশাহীতে কনকনে শীত অনুভূত হচ্ছে । সাথে কুয়াশা যেন এই শৈত্যপ্রবাহের সাথে তাল মিলিয়ে ব্যাহত করছে রাজশাহী বাসির জনজীবন।
এ যেন প্রকৃতির অঘোশিত অবরোধ। প্রবল শৈত্যপ্রবাহ ও ঘনকুয়াসার কারনে সৃষ্টি হয়েছে জনদূর্ভোগের। বিশেষ করে,খেটে খাওয়া মানুষগুলো বেশি বিপাকে পড়েছে।যাদের দিন এনে দিনেই শেষ সে সকল লোকেরা বেশি বিপর্যয়ে পড়েছে। তারা শীতের প্রকোপে ও ঘনকুয়াশায় স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না ।
যার ফলে তাদের জীবনে চলছে চরম দূর্ভোগ । তাছাড়া ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে যাতায়াত ব্যাবস্তা।ঘনকুয়াশার কারনে যানচাহনের হেডলাইটেরর আলোতে পথ দেখতে না পাওয়ায় ঘটছে দূর্ঘনা ।
তীব্র শীত ও কুয়াশায় সবচেয়ে বেশি দূর্ভোগে পড়েছে স্কুল, কলেজের শিক্ষার্থীরা । এই শৈত্যপ্রবাহ আরো কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।