নন্দনগাছী প্রতিনিধি:
চারঘাট থানার নিমপাড়ায় জাসাসের উদ্দ্যেগে তারেক রহমানের ৫৩ তম জন্ম দিন পালিত হয়। প্রায় ৩ কেজি ওজনের কেক কেটে ও মোম বাতি জালিয়ে জন্ম দিন পালন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন চারঘাট থানার জাসাসের সাধারন সম্পাদক মোঃ আবু সাইদ (হিরু), উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিমপাড়া ইউনিয়নের জাসাসের সভাপতি মোঃ মোফিজুল ইসলাম (মজনু), নন্দনগাছী ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মোঃ আশরাফ আলী এবং স্থানীয় বি.এন.পি নেতা ফজলু, মুঞ্জুরুল ইসলাম (ভুগোল) নাদের ও শরিফুল । উপস্থিত বক্তারা বলেন আগামী দিনে মোঃ আবু সাইদ (চাঁদ) কে চারঘাট ও বাঘার এমপি হিসেবে দেখতে চাই। তারা আরো বলেন চাঁদ ভাই গরীব দুঃখী মানুষের সুখে দুঃখে পাসে থাকে তাই আর কোনো বিদেশী নেতা নয় এ বলে তারা জানাই।