রাজশাহীর বাঘায় ফেনসিডিলসহ আহসান কবির নামে এক এনএসআই কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। তিনি পাবনা জেলা এনএসআইয়ের ফিল্ড কর্মকর্তা জানিয়েছে বাঘা থানা পুলিশ। রোববার দুপুরে উপজেলা সদরের বাঘা বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক আহসান কবিরের বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার তিলকপুর গ্রামে। তার পিতার নাম মোজাহার হোসেন।
স্থানীয়রা জানায়, রোববার দুপুর ২টার দিকে বাঘা উপজেলা পরিষদের সামনে থেকে একজন মোটরসাইকেল চালককে ধাওয়া করে বাঘা থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন। বাঘা বাজারের একটি ইলেকট্রনিক দোকানের সামনে পৌছালে লোকজনের সহায়তায় তিনি আহসান কবিরকে আটক করেন। এ সময় তার কাছে একটি কালো ব্যাগসহ তিন বোতল ফেনসিডিল পাওয়া যায়।
উপপরিদর্শক আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পরিষদের সামনে অবস্থান নিয়েছিলাম। কিন্তু সিগন্যাল উপেক্ষা করার কারণে তাকে পেছন থেকে ধাওয়া করে আটক করা হয়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ধীরেন্দ্রনাথ সরকার জানান, অপরাধী যেই হোক না কেন আইনের কাছে সবাই সমান। আটককৃত (এনএসআই) কর্মকর্তা আহসান কবির এর নামে চোরাচালান আইনে মামলা রেকর্ড করার প্রস্তুতি চলছে। সোমবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে ।
