প্রায় ৬৫ কোটি টাকা ব্যয়ে জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প বাস্তবায়নের পর আজ শনিবার ময়মনসিংহ শহরবাসি স্মরণকালের ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়েন। ভোর থেকে কয়েক ঘণ্টার অবিরাম ভারিবর্ষণে গোটা শহর হাটু থেকে কোমর পানিতে তলিয়ে যায়। শহরের নতুনবাজার রেলক্রসিং এলাকায় মাকরজানি খালের পানি উপচে রেললাইন ডুবে যাওয়ায় ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী আন্তনগর তিস্তা এক্সপ্রেস এক ঘণ্টা আটকাপড়ে।
সাহেব কোয়ার্টার পার্কের প্রধান ফটকের সামনে ব্রহ্মপুত্র নদের শহর রক্ষা বাঁধের ভাঙ্গনে একটি পুরানো বিশাল গাছ উপড়ে পড়েছে। শহরের প্রাণকেন্দ্র গাঙিনারপাড়, স্টেশনরোড, নতুনবাজার, দূর্গাবাড়িরোড, সিকেঘোষ রোড এলাকারপ্রধান সড়ক হাটু পানিতে তলিয়ে যায়।মেছুয়াবাজার, নতুনবাজার, ছোটবাজারসহ শহরের বাণিজ্যিক এলাকার শতশত দোকানপাটের ভেতরে পানি প্রবেশ করায়বিপুলপরিমাণ মালামাল বিনষ্ট হয়। পানিরকারণে অসংখ্য দোকানপাট ব্যবসায়িরা খুলতেই পারেন নি। অবিরাম বর্ষণ ও জলাবদ্ধতার কারণে জিলাস্কুল ও বিদ্যাময়ীসরকারি বালিকা বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা স্থগিত করেছেন কৃর্তপক্ষ।