শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় রাস্তার চিত্র ! এই মোড় হতে মাওনা চৌরাস্তা, গাজীপুর বাজার হয়ে টাঙ্গাইল সখিপুর এবং ফুলবাড়িয়া হয়ে কালিয়াকৈর যাওয়ার অতি গুরুত্বপূর্ণ রাস্তা এটি। এলজিইডির অর্থায়নে নির্মিত গ্রামীণ পাকা সড়ক গুলো সংস্কারের অভাবে বর্তমানে চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। মেরামত এবং সংস্কার হয়না বহু বছর যাবত। রাস্তাটি সংষ্কারের অভাবে বিভিন্ন জায়গায় খাল খন্দ ও গর্তের
সৃষ্টি হয়ে বিভিন্ন সময় বিভিন্ন যানবাহন আটকে পড়ে।
দেখা যাচ্ছে একটি মালবাহী ট্রাক আটকে পড়লে একটি হাতী দিয়ে ট্রাকটিকে উদ্ধারের চেষ্টা চলছে