বগুড়া প্রতিনিধি :
বগুড়ায় ছাত্রীকে ধর্ষণ ও মা-মেয়েকে পিটিয়ে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনার মূলহোতা তুফান সরকারকে বগুড়া কারাগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার বিকেলে রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেন বগুড়ার জেল সুপার মোকাম্মেল হোসেন।
কাশিমপুর কারাগারে স্থানান্তরের বিষয়ে তিনি জানান, কারাগারে মাদকদ্রব্য সেবনসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠায় পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে আজ দুপুর আড়াইটার দিকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে জেল সুপারের দাবি, কারাবিধি অনুযায়ী অন্যরা যেভাবে থাকে তুফান সরকারকেও সেভাবে রাখা হয়েছিল। তারপরও তুফান সরকারের বিরুদ্ধে কারাগারের ভেতর মাদকদ্রব্য সেবনসহ নানা অপকর্মের অভিযোগ ভিত্তিহীন।