এমনি এক আমেজ ও আনন্দের
কার্যক্রম শুরু হতে
যাচ্ছে দূর্গাপুর
উপজেলায় ৷
এই নিয়ে দূর্গাপুরে সাত
জন প্রার্থীর নামে প্রতীক
বরাদ্দ করা হয়েছে ৷
দুর্গাপুর উপজেলা
পরিষদের সংরক্ষিত ৩ টি
নারী আসনের বিপরীতে
শনিবার প্রার্থীতা
প্রত্যাহারের শেষ দিনে
মোট ৮ জন প্রার্থীর মধ্যে
নওপাড়া ইউনিয়নের আসমা
বেগম
তার প্রার্থীতা
প্রত্যাহার করে
নিয়েছেন।
আর বাকি সাত জনের
মনোনয়নপত্র যাচাই-বাছাই
শেষে রোববার জেলা
নির্বাচন কমিশন অফিস থেকে
প্রতীক বরাদ্দ দেওয়া
হয়েছে।
প্রতীক বরাদ্দ পাওয়া
আওয়ামীলীগ সমর্থিত
প্রার্থী দুর্গাপুর
পৌরসভার সংরক্ষিত
২নং ওয়ার্ডের ফেরদৌসী
বেগম (বালতি), পৌরসভার
সংরক্ষিত ১নং ওয়ার্ডের
রুবিনা
বেগম (টেবিল), নওপাড়া
ইউনিয়নের সংরক্ষিত ৩নং
ওয়ার্ডের কহিনুর বেগম
(চাঁদ),
মাড়িয়া ইউনিয়নের
সংরক্ষিত ৩নং ওয়ার্ডের
রোজিনা আক্তার (হরিণ),
বিএনপি সমর্থিত
জয়নগর ইউনিয়নের সংরক্ষিত
২নং ওয়ার্ডের প্রার্থী
রূপালী খাতুন (হরিণ)
,মাড়িয়া
ইউনিয়নের সংরক্ষিত ৩নং
ওয়ার্ডের মেনুকা বিবি
(মোরগ), কিসমত গণকৈড়
ইউনিয়নের
সংরক্ষিত ২নং ওয়ার্ডের
বেগম মেরীনা সুলতানাকে
(মোরগ) প্রতীক বরাদ্দ
দেওয়া
হয়েছে। এ নির্বাচনে ৩ টি
আসনের বিপরীতে মোট ৭ জন
প্রার্থী
প্রতিদ্বন্দীতা
করবেন।
মনোনয়ন পত্র যাচাই বাছাই
শেষে ৮ জন প্রার্থীর
মধ্যে একজন প্রার্থী তার
প্রার্থীতা প্রত্যাহার
করলে ৭ জন প্রার্থীর
মধ্যে লটারীর মাধ্যমে
প্রতীক
বরাদ্দ দেওয়া হয়েছে।
নির্বাচন অনুষ্ঠিত হবে
আগামী ১৫জুন।
এমন সব বক্তব্য পেষ করেন
দুর্গাপুর উপজেলা
নির্বাচন কর্মকর্তা ও
রির্টানিং
কর্মকর্তা বুলবুল আহম্মেদ
৷
দূর্গাপুর প্রতিনিধি
সাব্বির হোসেন ৷
দূর্গাপুর রাজশাহী
