সীতাকুণ্ডে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে আবুল কাসেম (৫২) নামের এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত ৯টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়।
এর আগে সন্ধ্যা সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড পৌরসভার ইয়াকুব নগর (নূনেছড়া) এলাকায় দুবৃর্ত্তরা আবুল কাসেমকে কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সীতাকুণ্ড পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ জে এম হোসেন লিটন রাইজিংবিডিকে জানান, আবুল কাসেম স্থানীয় আওয়ামী লীগের সাধারণ কর্মী ছিলেন। এ এলাকাটি জামায়াত-শিবির নিয়ন্ত্রিত। তাই এ হত্যার সঙ্গে জামায়াত-শিবির জড়িত থাকতে পারে।
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখার হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
রাইজিংবিডি/চট্টগ্রাম