Home > সারাদেশ > ভারত থেকে ফেরার সময় বেনাপোলে আটক ২১

ভারত থেকে ফেরার সময় বেনাপোলে আটক ২১

বেনাপোলে অবৈধ পথে ভারত থেকে ফেরার সময় নারীসহ ২১ জনকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার রাত ১১টায় গাতিপাড়া সীমান্তের আমবাগান থেকে তাদের আটক করা হয় বলে জানান খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্পের সুবেদার ফরিদ উদ্দিন।সীমান্তের অবৈধ পথে একদল নারী ও পুরুষ এপারে এসেছে এমন খবর পেয়ে বিজিবির টহলদল অভিযান চালিয়ে তাদের আটক করে। তবে পাচারকারীরা পালিয়ে গেছে।
আটককৃতদের মধ্যে রয়েছেন সাতজন পুরুষ, ১২ জন নারী ও দুই শিশু।
তাদের বাড়ি নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বরিশাল ও রাজশাহীর বিভিন এলাকায়|
তথ্যসুত্র: bdnews24.com

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী
শিরোনামঃ