Home > সারাদেশ > কক্সবাজারে বাসে ১০,০০০ পিস ইয়াবা, হেলপার আটক

কক্সবাজারে বাসে ১০,০০০ পিস ইয়াবা, হেলপার আটক

নিজস্ব প্রতিনিধি
জনতার বাণী,
কক্সবাজার: কক্সবাজারের
সীমান্ত উপজেলা
টেকনাফে পুলিশ ১০,০০০
পিস নিষিদ্ধ ইয়াবা
ট্যাবলেটসহ বাসের এক
সহকারীকে (হেলপার) আটক
করেছে।
আটক জাহাঙ্গীর আলম (২৫)
উখিয়া উপজেলার
বালুখালীর ঘোনা পাড়ার
নূর বাদশার ছেলে।
সোমবার বেলা পৌনে
১২টার দিকে কক্সবাজার-
টেকনাফ সড়কে একটি
স্পেশাল সার্ভিসের
বাসে তল্লাশি চালিয়ে
ইয়াবার চালান জব্দ করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি
মো. আতাউর রহমান
খোন্দকার জানান, পুলিশের
উপপরিদর্শক (এসআই) গোলাম
কিবরিয়ার নেতৃত্বে একদল
পুলিশ গোপন সংবাদে
কক্সবাজার-টেকনাফ
সড়কের ১৪ নম্বর ব্রিজ
এলাকায় একটি স্পেশাল
সার্ভিসের বাসে
তল্লাশি চালায়।
এ সময় অভিনব কায়দায়
লুকানো ১০,০০০ পিস ইয়াবা
(বাজার মূল্য ৩০ লাখ টাকা)
উদ্ধার করা হয়। এই ঘটনায়
জড়িত থাকার অভিযোগে
বাসের সহকারীকে আটক
করা হয়।
আটক জাহাঙ্গীরের
বিরুদ্ধে থানায় মাদক
আইনে মামলা রুজু করে
কক্সবাজার আদালতে
পাঠানো হবে বলেও
জানান ওসি।

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী
শিরোনামঃ