নিজস্ব প্রতিনিধি
জনতার বাণী
সোনারগাঁ: নারায়ণগঞ্জের
সোনারগাঁ উপজেলার
৩৩টি সরকারি প্রাথমিক
বিদ্যালয়ে নতুন ভবন হচ্ছে।
বিদ্যালয়গুলোর আগের ভবন
ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ হয়ে
পড়ার কারণে নতুন ভবন
নির্মাণের এ সিদ্ধান্ত
নেওয়া হয়েছে।
শুক্রবার সোনারগাঁয়ে এক
অনুষ্ঠানে প্রাথমিক ও
গণশিক্ষামন্ত্রী
মোস্তাফিজুর রহমান এ
ঘোষণা দিয়েছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁ
উপজেলার বাংলাদেশ
লোক ও কারুশিল্প
ফাউন্ডেশন চত্বরে অনুষ্ঠিত
শিক্ষক সমাবেশ, কৃতি
শিক্ষার্থীদের সংবর্ধনা ও
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন
তিনি।
অনুষ্ঠানে গণশিক্ষামন্ত্রী
বলেন, গণমাধ্যমে প্রকাশিত
প্রতিবেদন ও উপজেলা
প্রশাসনের লিখিত
আবেদনের পরিপ্রেক্ষিতে
সরকার সোনারগাঁয়ের ৩৩টি
সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের নতুন ভবন
নির্মাণের সিদ্ধান্ত
নিয়েছে। কিছু দিনের
মধ্যেই দরপত্র আহ্বান করে
এসব বিদ্যালয়ের নতুন ভবন
নির্মাণ করা হবে।
