নিজস্ব প্রতিনিধি
জনতার বাণী,
রংপুর: বেগম রোকেয়া
বিশ্ববিদ্যালয়ে সিলিং
ফ্যান মাথায় পড়ে ইউসুফ
আলী নামে মার্কেটিং
বিভাগের এক পরীক্ষার্থী
আহত হয়েছেন।
বুধবার বিকেলে
বিশ্ববিদ্যালয়ের তৃতীয়
ভবনে ওই ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর
শাহীনুর রহমান জানান,
তিনি তৃতীয় ভবনের
দ্বিতীয় তলায় মাকেটিং
বিভাগের দ্বিতীয় বর্ষের
পরীক্ষা নিচ্ছিলেন।
পরীক্ষা শেষের দিকে
হঠাৎ করেই সিলিং
ফ্যানটি ইউসুফ আলীর
মাথায় পড়ে। এতে তার
মাথা ফেটে যায়। দ্রুত
তাকে বিশ্ববিদ্যালয়
হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসা
দেওয়া হয়।
চিকিৎসকের বরাত দিয়ে
তিনি আরো জানান,
ইউসুফের মাথা ফেটে
গেছে। আঘাত তেমন গুরুতর
নয়। এরপর তাকে
বিশ্ববিদ্যালয়
অ্যাম্বুলেন্সে করে
মুলাটোল ছাত্রাবাসে
পাঠিয়ে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের সব
ফ্যানগুলো পরীক্ষা করে
দেখা হবে বলেও প্রক্টর
জানান।
