সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ছফুরেননেসা মহিলা
কলেজের শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ
জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ রোববার
সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন
করা হয়।
গত ১২ নভেম্বর শহরতলির বাঁকালে ইঞ্জিনচালিত
ট্রলিচাপায় ছফুরেননেসা মহিলা কলেজের শিক্ষার্থী
ছাবিকুন্নাহার গুরুতর আহত হন। আজ রোববার সদর
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছাবিকুন্নাহার মারা যান। তথ্য সূত্র : NTV