নিজস্ব প্রতিবেদক
জনতার বাণী,
ঢাকা: একাদশ শ্রেণিতে
ভর্তির জন্য মনোনীতদের প্রথম
মেধা তালিকা প্রকাশের
সময় এক দিন পিছিয়েছে।
মনোনীতদের তালিকা
প্রকাশের জন্য করা
ওয়েবসাইটে বলা হয়েছে,
‘অনিবার্য কারণবশত ২০১৫-১৬
শিক্ষাবর্ষে একাদশ
শ্রেণিতে ভর্তির ফলাফল ২৫
জুন ২০১৫ এর পরিবর্তে ২৬ জুন
২০১৫ তারিখ রাত ১১টা ৩০
মিনিটে প্রকাশিত হবে।’
ঢাকা শিক্ষা বোর্ডের
কলেজ পরিদর্শক আসফাকুস
সালেহীন জানান,
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে ফল
প্রকাশের কথা থাকলেও
সারা রাত কাজ করেও তা
সম্পন্ন করা যায়নি।
বাংলাদেশ প্রকৌশল
বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ
একদিন সময় চেয়েছে।
সারা দেশের ভর্তিচ্ছু
শিক্ষার্থীরা
www.xiclassadmission.gov.bd
ওয়েবসাইট থেকে শুক্রবার
মধ্যরাতে তাদের ফল জানতে
পারবেন। এছাড়া বিভিন্ন
বোর্ডের নিজস্ব
ওয়েবসাইটেও ফল প্রকাশ করা
হবে বলে কলেজ পরিদর্শক
জানিয়েছেন।
গত কয়েক বছর ধরে মাধ্যমিক
পরীক্ষার ফলের ভিত্তিতে
একাদশ শ্রেণিতে শিক্ষার্থী
ভর্তি করা হচ্ছে।
এক বিজ্ঞপ্তিতে ঢাকা
বোর্ড জানিয়েছে, প্রথম
মেধা তালিকায় থাকা
শিক্ষার্থীরা ২৭ থেকে ৩০
জুন পর্যন্ত বিলম্ব ফি ছাড়া
ভর্তি হতে পারবেন।
কলেজগুলোতে আসন খালি
থাকা সাপেক্ষে ২ জুলাই
দ্বিতীয় মেধা তালিকা
প্রকাশ করা হবে।
কলেজে ভর্তি হতে গত ৬ জুন
থেকে ২১ জুলাই পর্যন্ত
অনলাইন ও এসএমএসে আবেদন
করেন শিক্ষার্থীরা।
এর আগে যেসব শিক্ষার্থী
অনলাইনে আবেদন করেননি,
তারা ৯ থেকে ১১ জুলাই
পর্যন্ত আবেদনের সুযোগ
পাবেন। নতুন করে
আবেদনকারীদের ফল প্রকাশ
করা হবে ১২ জুলাই।
৩০ মে প্রকাশিত এসএসসি ও
সমমানের পরীক্ষার ফলাফলে
৮৭ দশমিক ০৪ শতাংশ
শিক্ষার্থী উত্তীর্ণ হন। এ বছর
উত্তীর্ণ শিক্ষার্থীরা
ছাড়াও ২০১৩ ও ২০১৪ সালে
পাস করা ছাত্র-ছাত্রীরাও
এবার একাদশেভর্তির সুযোগ
পাবেন।
ভর্তি প্রক্রিয়া শেষে
আগামী ১ জুলাই থেকে
একাদশে ক্লাশ শুরু হবে।
ব্যবহারিক ক্লাস শুরু হবে ১
অগাস্ট।
