Home > শিক্ষাঙ্গন > বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন শিক্ষকরা

বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক
জনতার বাণী,
ঢাকা: বেতন বৃদ্ধির দাবিতে
কর্মবিরতিতে যাচ্ছেন সহকারী প্রাথমিক
শিক্ষকরা।
সারাদেশের সহকারী প্রাথমিক শিক্ষকরা
বেতন বৃদ্ধিসহ ১২ দফা দাবিতে কালো
ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন
এবং কর্মবিরতি কর্মসূচি দিয়েছে।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের
সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে
বাংলাদেশ সহকারী প্রাথমিক শিক্ষক
সমাজের সভাপতি শাহিনুর আল-আমীন
এই কর্মসূচির ঘোষণা দেন।
তিনি বলেন, শিক্ষকদের মানুষ গড়ার
কারিগর বলা হলেও আমরা বেতন পাই
একজন চালকের চেয়েও কম। অপরদিকে
প্রধান শিক্ষকের সঙ্গে আমাদের বেতন
বৈষম্যও অনেক বেশি।
আল-আমীন এ বৈষম্য দূর করতে আমরা
চাই প্রধান শিক্ষকের বেতন স্কেল
৮০০০ টাকা ও সহকারী শিক্ষকদের
৬৪০০ টাকা করা হোক।
তিনি বলেন, আমাদের বেতন বৃদ্ধিসহ
১২ দফা দাবি না মানলে সারাদেশের
প্রাথমিক বিদ্যালয়ে ৫ জুন থেকে ১০
জুন কালো ব্যাজ ধারণ, ১১ থেকে ১৫
জুন ১০টা থেকে ১১টা পর্যন্ত
কর্মবিরতি ও শিক্ষাপতিষ্ঠানে কালো
পতাকা টানানো হবে।
এর মধ্যে দাবি না মানলে পরবর্তীতে
সংবাদ সম্মেলনের মাধ্যমে মহাসমাবেশ
ও পরবর্তী কর্মসূচির ঘোষণা দেয়া হবে
বলেও জানান আল-আমীন।
মানববন্ধন কর্মসূচিতে আরো উপস্থিত
ছিলেন, বাংলাদেশ প্রাথমিক সহকারী
শিক্ষক সমিতির সভাপতি নাসরিন
সুলতানা, বেসরকারি শিক্ষক কর্মচারী
কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব
সাহজাহান আলম সাজুসহ ঢাকার
বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
পরে এতে এসে সংহতি প্রকাশ করে
বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের
প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী
শিরোনামঃ